গোপালগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেওয়ার পর সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেই তড়িঘড়ি করে সেই মন্দিরের নির্মাণ কাজ শুরু করলেন বৌলতলী ইউপি চেয়ারম্যান বাবু সুকান্ত বিশ্বাস।
গত ৩০ জুন গোপালগঞ্জে সংশ্লিষ্ট ওই দপ্তরে জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার বিশ্বাস ও তার পুত্র সদর উপজেলার ২নং বৌলতলী ইউপি চেয়ারম্যান বাবু সুকান্ত বিশ্বাসের বিরুদ্ধে বৌলতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রকল্পের রাস্তা ও মন্দিরের অর্থ বরাদ্দ নিয়ে কোনো কাজ না করে প্রকল্প বরাদ্দের লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে একই ইউনিয়নের প্রায় শতাধিক লোকের স্বাক্ষর যুক্ত একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।
এরপর চেয়ারম্যান লিখিত ওই অভিযোগ পত্রের বিষয়ে জানতে পেরে গতকাল শুক্রবার (২জুলাই) বৌলতলী কাঁচা বাজারের মন্দির সংলগ্ন নতুন আরেকটি মন্দির নির্মাণের কাজ শুরু করেন। পরে অভিযোগকারীদের পক্ষে বিষয়টি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমানের সরেজমিনে ওই এলাকায় গিয়ে নতুন নির্মাণাধীন মন্দির পরিদর্শন করেছেন।
এছাড়া চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস গত শুক্রবার মধ্যরাতে কলপুরের আমান উল্লাহ পাঠাগারে ১০টি চেয়ার পাঠিয়েছেন এবং গান্ধিয়াশুর ধীমান মেম্বারের বাড়ির দূর্গা মন্দিরের পরিবর্তে কালী মন্দিরে টাইলস পাঠিয়েছেন বলেও অভিযোগপত্র প্রদানকারী এলাকাবাসীরা জানান।
Leave a Reply