গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃবিশ্বজিত সরকার বিপ্লব
বরিশালে গৌরনদী উপজেলার কমলাপুর স্টীল ব্রিজ নামক এলাকায় দুই কিশোরের ভ্যানভাড়া নিয়ে দন্ধ থামাতে গিয়ে শাহ আলম খান (৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহত শাহ আলম খান উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের বাসিন্দা।
জানাগেছে, গত বুধবার সন্ধায় ভ্যান ভাড়া নিয়ে দুই কিশোরের মধ্যে দন্ধ বাঁধলে তিনি দুই কিশোরকে গালমন্দ করে থামিয়ে দিয়ে মসজিদে নামাজ আদায় করার জন্য রওনা হন।সেই সময় জাকির মৃধা নামে একজন ভ্যান চালকের পক্ষ নিয়ে বৃদ্ধকে কিলঘুষি মারলে তিনি অসুস্থ হয়ে পরেন। তাকে এলাকাবাসি উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাতেই তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়া হলে,রাত সারে ১১টায় তার মৃত্যু হয়।
নিহত শাহ আলম খান এর ছোট ভাইয়ের স্ত্রী রোকসানা বেগম জানান, পোলাপানের ভ্যানের ভাড়া নিয়ে দন্ধ থামিয়ে মাগরীবের নামাজ পড়তে রওনা হলে। ওই ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধার সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময়, ফিরোজ মৃধার সমর্থক জাকির মৃধা মিছিল থেকে এসে মিয়াভাইকে (নিহত শাহআলম খান) কিল ঘুষি মেরে পালিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিলে রাতে তার মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আ.রব হাওলাদার এ প্রতিনিধিকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেহ অভিযোগ করেননি,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply