গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃবিশ্বজিত সরকার বিপ্লব
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় কয়েকজন আহত হয়েছে। আহতরা গ্রেফতার এড়াতে অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছেন বলে একটি সুত্র জানিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী ও বর্তমান সদস্য মন্টু মৃধা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ মৃধা গ্রুপের মধ্যে আজ সোমবার দুপুর একটার দিকে এই সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ককটেল হামলায় ফিরোজ মৃধার চাচাত ভাই ও সমর্থক মো.মৌজে আলী মৃধা (৬৫) নিহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী) সার্কেল আবদুর রব হাওলাদার এ প্রতিনিধিকে জানান, কমলাপুর ভোট কেন্দ্রের বাইরে সদস্য প্রার্থী মন্টু মৃধা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ মৃধা গ্রুপের মধ্যে দুপুরে সংঘর্ষের ঘটনায় মাথায় ককটেলের আঘাতে মো. মৌজে আলী নিহত হন। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ আফজাল হোসেন জানান, গৌরনদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলাপুর ভোট কেন্দ্রের বাইরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।আসামীদের গ্রেফতারের অভিযান চলছে ।
গৌরনদী রিটারনিং অফিসার মো.মামুনুর রহমান এ প্রতিনিধিকে বলেন, সংঘর্ষের ঘটনায় কমলাপুর কেন্দ্রটিতে আধা ঘণ্টা ভোটবন্ধ রাখা হয়েছিল।পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়েছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
Leave a Reply