আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি॥এসএম ওমর আলী সানি
বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন ২১ জুন জল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক দুই সর্বহারা আঞ্চলিক নেতা স্ত্রীরা ওই ইউনিয়ন পরিষদের সাবেক দুই নারী চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিতা করছে। দুই প্রতিদ্বিন্দ্বিতা নারী প্রার্থী সাবেক সর্বহারা নেতা ও তারা দু’জনই ওই ইউনিয় পরিষদের চেয়ারম্যান ছিলেন। দু’জন সর্বহারা নেতাই প্রতিপক্ষের গুলিতে মারা যায়। সর্বহারা নেতাদের মৃত্যুর পরে তারাদের স্ত্রীরা পর্যায়ক্রমে দু’নারী চেয়াম্যান নির্বাচিত হয়। আসন্ন নির্বাচনে সর্বহারা নেতার স্ত্রীরা প্রতিদ্বিন্দ্বিতা নারী প্রার্থী হওয়াতে এলাকার সাধারণ ভোটারেরা আতংকে রয়েছে। দুই প্রার্থী তাদের নিজ নিজ শক্তি পরিক্ষায় প্রস্তুত। স্থানীয় অনেকের ধারনা হতে পারে রক্তখয়ি সংঘর্ষ।
স্থানীয় ভোটারদের সূত্রে জানাগেছে। উজিরপুর উপজেলায় জল্লা ইউনিয়ন ছিলো সর্বহরা অধ্যুষিত এলাকা হিসেরব পরিচিত। আশির দশকের পার থেকে এই আঞ্চলে সর্বহারা আঞ্চলিক নেতা ছিলেন কুড়লিয়া গ্রামের অবনী ভূষণ বাড়ৈ। তিনি জল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি চেয়ারম্যান থাকাকালিন সময়ে প্রতিপক্ষ সর্বহারা গ্রুপ তাকে ২০০৪ সালের ১৩ মে রাতে গুলি করে হত্যা করে। অবনী ভূষণ বাড়ৈ হত্যাহবার পরে অবনী স্থানে সর্বহারা দলের দায়িত্ব নেয় অবনী বাড়ৈর প্রধান দলোনেতা জল্লা গ্রামের বিশ্বাজিৎ হালদার নান্টু ।
চেয়ারম্যান অবনী ভূষণ বাড়ৈ মৃত্যুর হবারপরে জল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার স্ত্রী ঊর্মিলা বাড়ৈ ২০০৪ সালে ও ২০১১ সালে দুইবার চেয়াম্যান নির্বাচিত হয়। পরবর্তি জল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিশ্বাজিৎ হালদার নান্টু। বিশ্বাজিৎ হালদার নান্টু চেয়ারম্যান থাকা কালিন তাকে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় কারফা বাজার তার নিজ কাপড়ের দোকানে থাকাকালিন সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। চেয়ারম্যান নান্টু হালদার মৃত্যুর পরে এখান থেকে চেয়ারম্যান নির্বাচিত হয় তার স্ত্রী বেবী হালদার।
আসন্ন ২১ জুন জল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলিয় মনোনিত নৌকা মার্কার প্রার্থী বিশ্বাজিৎ হালদার নান্টু এর স্ত্রী বেবী হালদার ও বিদ্রহী প্রার্থী অবনী ভূষণ বাড়ৈ স্ত্রী ঊর্মিলা বাড়ৈ আনারস মার্কানিয়ে প্রতিদ্বন্ধীতায় করছে। তারা দুইজনই সাবেক সর্বহারা নেতার স্ত্রী ও তার দু’জনই সাবেক চেয়ারম্যান। সাধারণ মানুষ সুষ্ঠ ভোট নিয়ে আতংকে রয়েছে।
এব্যাপারে আনারস মার্কার প্রার্থী ঊর্মিলা বাড়ৈ সাংবাদিদের জানায়, আমি জল্লা ইউনিয়নে দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমার স্বামীও চেয়ারম্যান ছিলো। এবারে নির্বাচন সুষ্ট হবেনা প্রতিপক্ষের লোকজন আমাকে ও আমার করর্মিদে হুমকি দিয়ে আসিতেছে। আমি জীবনের নিরাপত্তা হিনতায় ভূগছি।
এব্যাপারে নৌকা মার্কার প্রার্থী বেবী হালদার সাংবাদিদের জানায়, নৌকা জোয়ার, জনগণ নৌকা মার্ককে পছন্দ করে। জনগনের মার্কা নৌকা জনগন তাদের ভোটদিয়ে নৌকাকে বিজয়ি করবে।
এব্যাপারে অফিসার ইনচার্জ মো.জিয়াউল আহসান জানান, নির্বাচনে আই-শৃংখলা রক্ষার জন্য পরযাপ্ত পরিমান আইনশৃংখোলা বাহিনী মোতায়েন করা হবে।
এব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ আলীমুদ্দিন বলেন, আমরা আসাবাদি অবাদ- সুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আই-শৃংখলা রক্ষার জন্য সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।#
Leave a Reply