গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া গ্রামের ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী গ্লোরীয়া বিশ্বাস।
গ্লোরীয়া বিশ্বাস বলেন, উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রামে পৈত্রিক সূত্রে কিছু সম্পত্তি পাই। আমার স্বামীর অকালমৃত্যুতে আমার তিন সন্তানের ভরনপোষনের জন্য দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন খ্রীষ্টিয়ান মিশনারী সংস্থায় দির্ঘ কর্ম জীবন শেষে নিজ জায়গায় বসবাস করছি। আমরা এখানে খৃষ্টান সম্প্রদায়ের কয়েকটি পরিবার বাস করি। আমার জায়গার উপর পূর্ব পূরুষ আমলের একটি গির্জা ঘর রয়েছে। আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ করার জন্য রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফ মোল্লার নেতৃত্বে একই গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে ফিরোজ আহম্মেদ, মৃত রাজেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে অমূল্য বিশ্বাস , কালী কুমার বিশ^াসের মেয়ে লিলি রানী এবিশ্বাস লাকা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। বাধ্য হয়ে আমি কাশিয়ানি থানায় গত বছর ২১ জুলাই ওদের বিরুদ্ধে সাধারন ডায়েরি করি। ওরা ক্ষিপ্ত হয়ে আমার সম্পত্তি থেকে রাতের আধারে আনুমানিক ৫ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়। আমার জায়গার উপর ওরা দোকান ঘর নির্মাণ করে ও মন্দিরের জায়গা বলে দাবি করে। আমি আদালতের স্মরণাপন্ন হলে আদালত কাজের স্থগিতের আদেশ প্রদান করেন। স্থানীয় প্রশাসন এ বিষয়ে তাদের সতর্ক করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ও আমার পরিবারের উপর পূনরায় অত্যাচার শুরু করে এবং পোষা কুকুর গুলোকে বিষ প্রয়োগে হত্যা করে।
Leave a Reply