গোপালগঞ্জ প্রতিনিধ আরিফুল হক আরিফ, গোপালগঞ্জে পরকেয়ার ঘঁনা নিয়ে গ্রামবাসী তিনঘন্টা আটকে রাখার পর পুলিশ আহম্মেদ সেখ ও ফিরোজা ওরফে (মুন্নি) নামের দুইজন কে উদ্ধার করে।
গতকাল বেলা ১২টার দিকে সদর উপজেলার কাঠি বাজেরে মোবাইল ফোন ইয়ারটেল টাওয়ারের ভিতরে কাঠি গ্রামের সোনা সেখের ছেলে দুই সন্তানের বাবা আহম্মেদ সেখ (৩০) ও একই গ্রামের- স্ত্রী চার সন্তানের জননী ফিরোজা কে টাওয়ারের ভিতরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক করে গ্রামবাসী । এ খবর মুহুর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পরলে শতশত মানুষের ভীর জমে যায় চারপাশে। দুই জন কে গ্রামবাসী ও আহম্মদেও পরিবারের লোকজন বেধরক মারপিট করে।
এ সময় স্থানীয় ইউপি সদস্য মোঃ পলু গোপালগঞ্জ সদর থানায় খবর দিলে পুলিশ এসে ওই দুই জনকে উদ্ধার করে।
পুলিশ এসে জনতার কাছ থেকে উদ্ধ্ার করার পর তাদেরকে জিঞ্জাসাবাদে বেরিয়ে আসে যে এটি তার স্ত্রী তারা কোট থেকে একটি ঘসোনা পত্র করেছেন এবং তার স্ত্রীকে সে তালাক দিয়েছেন। অ:পর পুলিশ তাদেরকে রেখে ফিরে যান।
এসময় মেম্বর বলেন, এই চার সন্তান এর জননী ফিরোজার স্বামী একজন ভ্যানচালক সে আমার ওয়ার্ডের ভোটার এদেও কে সরকারী সব ধরনের সাহায্য দেওয়া হয়।
আহম্মদদের স্ত্রী পুলিশ কে বলেন, এই টাওয়ার এর জায়গা আমাদের ভাড়া দেওয়া আমার স্বামী এই টাওয়ারে পাহারাদার হিসাবে কাজ করতেন এখন তার চাকুরী নেই। সে এই খারাপ মেয়েটাকে নিয়ে ধরা পড়েছে লোক জনের চিৎকার শুনে উত্তেজিত লোক জনের হাত থেকে আমার স্বামী কে বাচানোর চেস্টা করেছি।
Leave a Reply