গোপালগঞ্জ প্রতিনিধি:আরিফুলহক আরিফ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর এলাকায় আধিপত্য বিস্তার কে
কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী শেখ কে শারীরিক ভাবে লাঞ্চিত
করার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে উপজেলার মহারাজপুর পুর্বপাড়া খালপাড়
এলাকায় এঘটনা ঘটে। এ ব্যাপারে আহত মুক্তিযোদ্ধা আশরাফ আলী শেখ অভিযোগ করে
বলেন, রবিবার বিকালে আমি বনগ্রাম থেকে ভ্যান গাড়িতে করে বাড়িতে
যাচ্ছিলাম, মহারাজপুর পুর্বপাড়া এলাকায় আশা মাত্রই ৭নং ওয়ার্ড
আওয়ামীলীগের সভাপতি বাবুল শেখ আমার ভ্যান গাড়িকে গতিরোধ করে আমাকে নামতে
বলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে বাবুল শেখ, আহম্মদ আলী, মিজানুর
ফকির সহ কয়েকজন এলোপাতারী কিল-ঘুশি মেরে আহত করে। পরে তাকে স্থানীয়রা
উদ্ধারকরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা করায়। এ
ব্যাপারে আশরাফ আলী শেখ বাদি হয়ে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ
দায়ের করেন। মুকসুদপুর থানার ওসি আবুবকর মিয়া জানান, এবিষয় একটি
অভিযোগ আমরা পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply