বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
কৃষকের আর্থিক ক্ষতি কমানো, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষে ‘পার্চিং’ উৎসব উপলক্ষে বরিশালের গৌরনদীতে সোমবার বিকেলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ উৎসব শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক যথাক্রমে মোঃ তাওফিকুল ইসলাম এবং মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সস্প্রসারন কর্মকর্তা শারমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলী আজগর মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সৈয়দা রুমানা আফরোজ, দীপংকর বাড়ৈসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক, কৃষাণীবৃন্দ। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
Leave a Reply