1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনসহ একজন গ্রেফতার- Bangladesh Khabor
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তেজনায় ভরপুর ফাইনাল ম্যাচে টাইব্রেকারে গাইবান্ধাকে হারিয়ে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ জামায়াতের সঙ্গে জোট নয়, এনসিপির সঙ্গে আলোচনার সম্ভাবনা উন্মুক্ত : সালাহউদ্দিন ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐকমত্যে পৌঁছলে ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র : আসিফ মাহমুদ গোবিন্দগঞ্জে “সাংবাদিক পরিষদ” গঠিত সুমন সভাপতি, শাহারুল সম্পাদক কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ রুপগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এসএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধায় দুই কিশোরীর আত্মহত্যা আড়াইহাজারে ১৩৫০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জয়পুরহাট চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনসহ একজন গ্রেফতার-

  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৩৪ জন পঠিত
 জয়পুরহাট প্রতিনিধি- ফারহানা আক্তার,
জয়পুরহাট চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনসহ একজন গ্রেফতার জয়পুরহাট চাঞ্চল্যকর সুমন হোসেন(২৩) হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত  (এক) জনকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত আসামী জয়পুরহাট সদর থানার ভিটি (হাজীপাড়া) গ্রামের আব্দুর রউফ এর পুত্র  মোঃ জয়(২৬) গত ১২/০৩২০২১/দিবাগত রাত ৯/০০ ঘটিকার সময় ভিকক্টিম সুমন হোসেন ২৩ পিতা চাঁদ মিয়া সাং হাংসরাজ থানা ডোমার জেলা নিলফামারী বর্তমান সাং দেওয়ানপাড়া থানা ও জেলা জয়পুরহাট বাড়ি থেকে জয়পুরহাট শহরের উদ্দেশ্য বের হন ১৩/০৩/২০২১ রাত্রী অনুমান ৩,৩০, ঘটিকায় জহরুল ইসলাম পিতা আঃ জব্বার মন্ডল সাং দেবীপুর থানা ও জেলা জয়পুরহাট ভিটি গ্রামস্থল ফলজ বাগানে অজ্ঞাত নামা দুস্কৃতিকারীরা সুমনের শরিলে বিভিন্ন স্থানে গুরুতর জখম করে ভিক্টিম সুমনকে ফেলে রেখে পালিয়ে যায় সংবাদ পেয়ে ভিক্টিম সুমুনের স্ত্রী ভাইসহ অন্যান্ন  লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিক্টিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধনিক হাসপাতালে ভর্তি করে ভিক্টিম সুমনের সারিক অবস্থার অবনিতি হলে কর্তবরত চিকিৎসক ১৭/৩/২০২১ উন্নত চিকিৎসার জন্য সহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া রেফাট করে সেখানে চিকিৎসাধীন অবস্থাই ২৪/৩/২০২১ সকাল ৮/৩০ ঘটিকায়  ভিক্টিম সুমন মৃত্যবরন করেন এ সংক্রান্ত বিষয়ে ভিক্টিমের পরিবার বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের  করেন মামলা নং ৪৪/২৫/৩/২০২১/তারিখ ৩০২/৩৪ ধারা পেনেল কোর্টে মামলাটি রুজু হয় মামলাটি রহস্য উদঘাটনাের জন্য ২০/৪/২০২১ জেলা গয়েন্দা শাখা জয়পুরহাট এর উপর তদন্তভার অর্পন করা হয়৷ মামলার তদন্ত কারী অফিসার  এসআই জাহাঙ্গীর  আলম তদন্তকালে জান্তে পারেন যে ভিক্টিম সুমনের সহিদ তারই সাথে চলাফেরা করে গ্রুপের কয়েক জনের সাথে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ তৈরি হয়৷ এই বিষয়ের সূত্র ধরে তদন্ত কারি অফিসার কয়েক জনকে সন্ধহ করে সন্দেহের ভিক্তিতে  তাদের  তথ্য উপাথ্য ঘটনার সহিত সংশ্লিষ্টতা খুজে বের করেন৷ ঘটনার সময় জরিত থাকা সন্দেহ মোঃ জয় ২৬ পিতা আঃ রউফ সাং ভিটি  হাজী পারা থানা ও জেলা জয়পুরহাট  ভিক্টিম সুমনের সহিত ১৫ পিচ ইয়াবা টেবলেট বিক্রয়ের টাকা নিয়ে আসামী সৈকতের সাথে বিরধ  চলছিলো  এই বিরোধের জের ধরে সৈকত শিহাব জয় সুজাউলসহ আরও দুইজন মিলে তেঘর রেলগেট সংলগ্ন নার্সারীতে সুমনকে ডেকে নিয়ে পৃর্বপরিক্লপিত ভাবে আটক রেখে মাদক ক্রয় বিক্রয়ের টাকা দফা রফা হয় ভিক্টিম সুমন টাকা দিতে অপারগতা জানালে সকল আসামি এলোপাতারী মারপিট করে গুরুতর জখম করে৷  মামলার ঘটনারস্থল ত্যাগ করে৷
 তথ্য প্রযুক্তি ব্যবহার করে জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জনাব শাহেদ আল মামুন অফিসার ইনচার্জ, ডিবি এর নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্সসহ  ২৯-০৪-২০২১ খ্রিঃ অভিযান চালিয়ে ০১ জনকে গ্রেফতার করেন। আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তীমূলক জনাববন্দী প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION