স্টাফ রিপোটার,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে শুক্রবার দুপুরে সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. রনজিৎ কুমার বাড়ৈ (গামা)। অনুষ্ঠানের প্রথম অংশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ির সভাপতি ডাঃ অরুন কান্তি বিশ্বাস, জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শ্রী মৃণাল কান্তি রায় চৌধুরী (পপা), সহকারী পুলিশ সুপার (অব.) শ্রী নারায়ন চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শ্রী নিতিশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. কিশোর রঞ্জন মন্ডল, গণসংযোগ সম্পাদক শ্রী প্রাণতোষ আচার্য (শিবু),পূজা উদযাপন পরিষদ মুকসুদপুর উপজেলার সভাপতি ও উজানী ইউপি চেয়ারম্যান কৃষিবিদ্ শ্রী শ্যামল কান্তি বোস, পূজা উদযাপন পরিষদ কাশিয়ানী উপজেলার সাধারণ সম্পাদক শ্রী গৌতম কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক শ্রী নারায়ন চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি শ্রী শৈলেন্দ্র নাথ মন্ডল, সাধারণ সম্পাদক দেবাশিস মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় পরিষদের সদস্য এ্যাড. সুনীল কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র নাথ বাড়ৈ (মনি)। দ্বি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব দ্বিজেন্দ্র নাথ ঢালী সহ অন্যান্য নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অংশে আলোচনা সভা শেষে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন কমিটির সাবেক সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিক। পরে মধ্যাহ্নভোজের বিরতির পর সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি অঙ্গনে সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২১ -এর প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রী মঙ্গল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিককে আগামী (২০২১-২০২৩) মেয়াদে পুনরায় সভাপতি এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র নাথ বাড়ৈ (মনি)-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত।
সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে তালিকা করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আ.লীগের সদস্য মাহমুদ হাসান দিপু, সাংবাদিক শৈলেন মজুমদার, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখন লাল দাস, গোপালগঞ্জ শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শৈশব বিশ্বাস সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply