স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে দুইটি বসতঘর। গত ৩ মার্চ বিকেল ৫ টায় উপজেলার পীড়ারবাড়ী গ্রামের কৃষ্ণকান্ত মধুর বসত ঘরে আগুন লেগে মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে, এর ফলে পাশে থাকাপূন্য মধুর ঘরেও আগুন লেগে দুইটি বসত ঘরই পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনে পুড়ে তাদের ১৫ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন,খবর পেয়ে এখানে এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
Leave a Reply