গোপালগঞ্জের কোটালীপাড়ায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী বিকালে থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- আয়েশা সিদ্দিকা, পিপিএম(সেবা) পুলিশ সুপার গোপালগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন- নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোপালগঞ্জ। এ সময় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ তা বক্তব্যে বলেন- লখন্ডা এলাকায় মাদকের দৌরাত্ব বৃদ্ধি পেছে। আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ হান্নান শেখ তার বক্তব্যে জানান- উনশিয়া কবি সুকান্তের বাড়ির পাশপাশের রাস্তাঘাটে মাদক সেবী ও বিক্রয়কারীদের আমদানী বেড়েছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমৃত লাল হালদার, পিনজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ সিকদার, ঘাঘর বাজার বনিক সমিতির সভাপতি মানিক লাল সাহা, সাধারন সম্পাদক মোস্তফা কামাল, কোটালীপাড়া জুয়েলারী সমিতির সাধারন সম্পাদক অশোক কুমার কর্মকার, কাউন্সিলর আশ্রাফুজ্জামান ঝন্টু, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, ইউপি সদস্য কামাল হোসেন শেখ, মহিলা ইউপি সদস্য নমিতা বিশ্বাস। বক্তরা জানান- কিছু দিনপূর্বে মিথ্যা হত্যা মামলায় কোটালীপাড়া থানার এএসআই রবিন জড়িয়ে পড়ে, তার পর থেকে মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা কমে গেছে। এছাড়াও তাদের বক্তব্যে সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে- জঙ্গি, সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ এবং ইভটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোঘণা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিট পুলিশিং সদস্য ইউপি সদস্য, ব্যবসায়ী বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply