গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জের সদর উপজেলার নিজরা ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের মোঃ আবুল কাসেম মোল্লাকে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন থেকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। গত ২০ ডিসেম্বর তারিখে তাহার দায়েরকৃত মামলার হাজিরা প্রদান করার জন্য চীফজুডিসিয়াল ম্যজিস্ট্রেট ভবনের ৫ম তলায় বিঞ্জ বিচারক জনাব বিনা দাসের কোর্টে হাজিরা প্রদান করেন। বৃদ্ধ আবুল কাসেম হাজিরা প্রদান শেষে এজলাস কক্ষের বাহিরে আসলে নাজির সরদার সহ উক্ত মামলার আসামী দ্বয় তাহার মাথার টুপি কেরে নিয়ে যায় এবং ভবনের নিচে নামলে শারিরিক ভাবে তাকে লাঞ্জিত করে। এঘটনায় আবুল কাসেম মোল্ল্যা বাদী হয়ে একই গ্রামের নাজির সরদার,নুর ইমাম সরদার, মিলন চৌধুরী, সোউদ চৌধুরী ও পার্শ্ববর্তী গ্রাম রাউত খামারের সাজ্জাদ চৌধুরী সহ অঙ্গাত ৪/৫ জনের বিরুদ্ধে বিঞ্জ আদালতে একটি মামলা দায়ের করে।
মামলাটি বর্তমানে গোপালগঞ্জ সদর থানায় তদন্তাধীন আছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত ঘটনার এবং এজলাস ভবনের ভিডিও ফুটেজ বাদী ও সাক্ষিদের দেখালে তারা অঙ্গাত আসামীদের সনাক্ত করতে পারে। এ অবস্থায় থানায় আসামীদের প্রভাব থাকায় পুলিশ অদৌ সঠিক তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবে কিনা এই সংসয়ে নিয়ে ৮০ বছর উদ্ধ অসুস্থ্য বৃদ্ধ আবুল কাসেম মোল্লা বিছানায় সুয়ে কান্না জড়িত কন্ঠে এই প্রতিবেদকের কাছে এভাবেই ঘটনার বর্ণণা করেন ।
এব্যাপারে গোপালগঞ্জ সদর থানার এস আই মোহাম্মদ আব্দুল বারেক জানান, বিঞ্জ আদালত থেকে ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি ফুটেজ দেখে দোসিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply