স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কোভিড-১৯ প্রতিরোধ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চত্ত্বরে এ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাহফুজুর রহমান। করোনার প্রথম টিকা গ্রহণ করেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ্য। তিনি বলেন- প্রথম পর্যায়ে ৩৫৪০ জন কে টিকা দেওয়া হবে, আজ প্রথম দিন (৭ ফেব্রুয়ারী) ৫০ জন কে টিকার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ দিন পরে, এ পর্যন্ত টিকা নিতে অনলাইন রেজিষ্ট্রেশন করেছেন ৪১৯ জন, স্বাস্থ্য কর্মী, আইন শৃঙ্খলা বাহীনি, গণমাধ্যম কর্মীরা অগ্রধিকার ভিত্তিতে পাবে এ টিকা।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, গোপালগঞ্জ সানোয়ার হোসেন, সহকারী কমিশানার (ভূমি) মহসীন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান প্রমুখ।
Leave a Reply