স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইরি ধান ক্ষেতে পানি ঢোকাকে কেন্দ্র করে আঃ আউয়াল শেখ (৫০) ও আছমা বেগম (৪০) নামের দুই স্বামী স্ত্রী সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে। আওয়াল শেখ এলাকার রকিব শেখের ছেলে। গত ০১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার জামিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আঃ আউয়াল শেখ বাদী হয়ে তৈয়াবালী শেখ (৬০), ইয়াদুল শেখ (২৪), ইসরাফিল শেখ (২০), রসুল শেখ (২৪) সহ ৮জন কে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সরজমিনে জানা যায়, প্রতিবেশি তেলাজ উদ্দিন শেখের ছেলে তৈয়াব আলী শেখের ধান ক্ষেতের পাশ দিয়ে ইরি ব্লকে পানি সেচ করে আসছিলেন আউয়াল শেখ। সেচ করা কিছু পানি তৈয়াব আলী শেখের ধান ক্ষেতে ঢোকায় সকালে দু জনে কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে তৈয়াব আলী শেখ ২৫/৩০জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র স্বস্ত্র সহ আউয়াল শেখের উপর হামলা চালায়। প্রাণ ভয়ে আউয়াল শেখ পার্শ্ববর্তী উত্তম হাজরার ঘরের ভিতর পালালে জোরপূর্বক টেনে হিছড়ে বের করে তাকে ও স্ত্রী আছমা বেগমকে মারপিট করে সন্ত্রাসীরা।
আছমা বেগম সাংবাদিকদের বলেন- ২৫/৩০জন সন্ত্রাসী সংঘবদ্ধ ভাবে আমার স্বামী ও আমাকে মারপিট করেছে, এ সময় আমার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। উত্তম হাজরার স্ত্রী সন্ধ্যা হাজরা জানান- আউয়াল শেখ আমাদের ঘরে এসে পালিয়েছিল, সন্ত্রাসীরা টেনে হিছড়ে বের করে বেদম মারপিট করে। ইমাম হাসান বলেন- আমার বাবাকে বিল থেকে ধাওয়া করে সন্ত্রাসীরা। জানতে চাইলে রসুল শেখের পিতা সাবেক ইউপি সদস্য আঃ মান্নান শেখ জানান- আমার লোকেরা মারপিট করেছে। জবেদ আলী শেখ, এনামুল হক, শাহাদ আলী শেখ, সালেহা বেগম, রাবেয়া বেগম সহ একাধিক এলাকাবাসী বলেন- আমরা এই ঘটনার তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে তৈয়াব আলী শেখের সাথে কথা হলে তিনি বলেন- মারপিটের ঘটনা আমি কিছুই জানিনা। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমানের সাথে কথা হলে তিনি বলেন- অভিযোগ দায়ের হয়েছে, আসামী গ্রেফতারের প্রস্তুতি চলছে।
Leave a Reply