স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে বীষ প্রয়োগে মৎস্য নিধনের অভিযোগ পাওয়া গেছে, আলম ফকির ( ৪০ ) নামক এক ব্যক্তির বিরুদ্ধে । এতে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । তিনি চিতশী গ্রামের মৃত দেলোয়ার ফকিরের ছেলে । গত মঙ্গলবার ( ২৬ জানুয়ারী ) দিবাগত রাতে উপজেলার বান্তার বিলে এ ঘটনা ঘটে । এ ঘটনায় রশিদ গাজী বাদি হয়ে আলম ফকির ও মাসুদ ফকির দুই সহদরকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন । সরজমিনে জানাযায় , চিতশী গ্রামের কাশেম আলীর ছেলে রশিদ গাজী (৫০),আমজেদ গাজীর ছেলে আতাহার গাজী (৩৫) ও মতিয়ার গাজী (২৭),মনছুর গাজীর ছেলের ছারোয়ার গাজী (৫০) এবং আটরা বাড়ী গ্রামের লাল মিয়া গাজীর ছেলে রবিউল গাজী (৩০) সহ পাচ জন মৎস্য চাষী মাছ আহরনের জন্য বান্তার বিলে বছর চুক্তিতে দুইটি পুকুর ভাড়া নেয় ।
উক্ত মৎস্য চাষীরা সাংবাদিকদের বলেন -পুকুরে দেশীয় প্রজাতির মাছ ছিলো। আলম ফকির পুকুরে বীষ প্রয়োগ করে, তাতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে , আমরা সরকারের উর্ধতন কতৃকক্ষের কাছে এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই । এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই মোস্তফা শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন -অভিযোগ দায়ের হয়েছে, বিষয়টি তদন্ত চলছে ।
Leave a Reply