কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার কুশলা মাদ্রাসা মাঠে কুশলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন,আমাকে একটু সাহায্য করেন একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও অসাম্প্রদায়িক কোটালীপাড়া-টুঙ্গিপাড়া গড়ে তুলতে। আমার সামর্থ্য যতটুকু আছে, তা দিয়েই মানুষের জন্য কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এই এলাকায় উন্নয়ন হয়েছে—এটা আমি অস্বীকার করবো না। তবে উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল ও টেকসই করতে আমি আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই। আমাকে একবার সুযোগ দিন।
জনসভায় কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিমসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply