গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায়,
স্থানীয় প্রশাসন, বিশ্বসী নেতা, সাংবাদিক, আইন প্রয়োগকারী এবং সম্প্রদায়ের অভিজাত ব্যক্তিদের সাথে – সামজিক শান্তি ও সম্প্রতি বিষয়ক গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টায় উপজেলার মুশুরিয়া গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাস্তবায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ও সোস্যাল হেলথ এন্ড এডুকেশন ডেবেলপমেন্ট শেড বোর্ডের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিষ্টার স্তিফান বিশ্বাস পাষ্টর।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার প্রিন্স টনি ভদ্র, শিক্ষক মোঃ হোসাইন মোল্লা, বঙ্কিম চন্দ্র অধীকারী, চন্দ্রকান্ত বৈদ্য, কৃষ্ণা অধীকারী, রুবেন বৈদ্য ও মাই টিভির কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি কাজী পলাশ সহ সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ ও প্রকল্পের শিশু এবং অভিবাক বৃন্দ। অনুষ্ঠান চঞ্চলানয় ছিলেন রিপন অধীকারী।
Leave a Reply