গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো: হবীবুল্লাহ।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় পুলিশ সুপার কার্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো: হবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ জেলায় প্রায় ১২ লক্ষ মানুষ। তার মধ্যে অপরাধী মাত্র ৫ পারসেন্ট মানুষ। এই ৫ পারসেন্ট অপরাধীদের দমনে পুলিশ সাংবাদিক সবাই একসাথে কাজ করবো।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক (ক্রাইম এন্ড অপারেশন) , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব গেপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিকজ্জামান, জাবেরুল ইসলাম বাধন,
বৈশাখী টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোস্তফাজ্জামান, যুগান্তন প্রতিনিধি হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জ মহাসচিব শরিফুল ইসলাম, চ্যানেল আই প্রতিনিধি বাবুল মোল্লা, সময় টিভি জয়ন্ত শিরালী,শৈলেন মজুমদার, হাচানুল বান্না, বরকত মোল্লা, মুসা, তানভীর, যমুনা টেলিভিশনের মুজাম্মেল হোসেন মুন্না, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, চ্যানেল এস এর কাজী মাহমুদ, প্রথম আলোর নতুন শেখ, একাত্তর টেলিভিশনের আজিজুল ইসলাম রনি, ডিবিসি টেলিভিশনের বাপি সাহা, ভোরের পাতার হেমন্ত বিশ্বাস,সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
Leave a Reply