গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জুর আয়োজনে শহরের লঞ্চঘাট তার নিজ কার্যালয়ে এই মাহফিল সম্পন্ন হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য কোরআন খতম এবং মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার নুরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমনসহ অসংখ্য বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply