বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের আগৈলঝাড়ায় গৈলা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, দৈনিক সমকালের সাবেক উপ-সম্পাদক, মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্তের দাশের বাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কুসুম কুমারী দাশ চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাশের সেই বিখ্যাত কবিতা “আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে” কবিতার লেখিকা গৈলা দাশের বাড়ির সন্তান। মহামারী করোনা ভাইরাসের কারনে এবার শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কান প্রতিযোগীতা অনুষ্ঠানে যার যার বাড়ি বসে ছবি আঁকতে হবে।
আগামী ১৫ অক্টোবরের মধ্যে আঁকা ছবি জমা দিতে হবে। ৫ থেকে ১০ বছর বয়সী যে কোন শিশু-কিশোর এবং ১১ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোররা দুটি বিভাগে চিত্রাঙ্কান প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। অংশগ্রহনকারীদের মধ্যে ২০জন শিশুকে সেরা পুরস্কারসহ সকল শিশুদের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার। এছাড়াও বাংলাদেশের বরেণ্য শিল্পীরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আগত সকল প্রতিযোগী এ অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা শুনবেন তাদের বর্ণাঢ্য জীবনের গল্প-অভিজ্ঞতা।
Leave a Reply