স্টাফ রিপোর্টার : গনমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএমডিসি’র রেজিস্ট্রেশন সংশোধন করে নিজ নামিয় এ-১৩৯৮০০ রেজিস্ট্রিশন নম্বরটি ব্যবহার শুরু করেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সেবাদানকারী চিকিৎসক ডা. এস. রাহুল দেব বাবলা।
এর আগে তিনি কিছুদিন যাবৎ জালিয়াতির মাধ্যমে ডা. ফারহানা আফরিন নামক এক চিকিৎসক এর এ-১৩১৬৯৭ বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বরটি ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারনা চালিয়ে আসছিলেন সাধারন মানুষের সাথে। যাহার প্রমান গুগলে সার্স দিয়েও পাওয়া যায়।
বিষয়টি জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় এলাকায়। এ ছাড়াও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগপ্রাপ্ত না হয়েও উক্ত প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার দাবি করে দেয়ালে সাটানো ব্যানার সহ পেসক্রিপশন প্যাডে লিখেছেন নিজের নাম। যাহা সম্পূর্ন আইন পরিপন্থি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক রুগী ও স্বজনেরা সাংবাদিকদের জানান- একজন ডাক্তার হয়ে তার এতোবড় জালিয়াতি করা ঠিক হয়নি, আমরা অবুঝ, রোগ হলে সুস্থ্য হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই, ডাক্তার রাহুল দেব বাবলা এতো দিন চিকিৎসার নামে অসংখ্য রুগীদের ঝুকির মধ্যে ফেলেছেন, এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমরা।
এ ব্যাপারে ডা. রাহুল দেব বাবলার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- এমবিবিএস শেষ করে ইন্টার্নি করার সময় বিএমডিসি আমাকে একটি ট্যাম্পোরারি রেজিস্ট্রেশন নম্বর দিয়েছিলো, গত ০৭ এপ্রিল ২০২৫ তারিখে স্থায়ীটা দিয়েছে, খুলনা সিটি মেডিকেল কলেজে আমি নিয়োগ পাইনি অনকলে কাজ করতাম, মার্চ মাস থেকে লাইফ কেয়ারে রুগী দেখে আসছি, অন্যায় হলে সরকার যে ব্যবস্থা নেয় মাথা পেতে নেবো।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন- বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পূর্বে একজন ডাক্তার শুধু হাসপাতালের বেডে শ্রম দিতে পারে, প্রাইভেট চেম্বার করা বা ব্যবস্থাপত্র দিতে পারবে না, যদি কেহ সেটা করে এটা একধরনের ক্রাইম।
Leave a Reply