বাংলাদেশ খবর ডেস্ক,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অধিগ্রহণকৃত ২৯১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষক পদ স্থায়ীকরণের জন্য তথ্য চাওয়া হয়েছে। এসব স্কুলের ২৯১টি প্রধান শিক্ষক পদ ও ১ হাজার ১৬৪টি সহকারী শিক্ষক পদ স্থায়ীকরণ করা হবে। সম্প্রতি অধিদপ্তর থেকে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এসব পদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, নির্ধারিত ছকে জেলা-উপজেলার নাম উল্লেখ করে স্কুলের নাম, কর্মরত শিক্ষকদের নাম, পদ সংখ্যা, শূন্যপদ ও মন্তব্য অন্তর্ভুক্ত করে আগামী ১০ জানুয়ারি মধ্যে ইমেইলে তথ্য পাঠাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।
Leave a Reply