স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মটর সাইকেল -ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছে। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার নাগরা এলাকায় এ ঘটনা ঘটে । জানা যায়, বান্ধাবাড়ি – নাগরা সড়কে বিপরীত দিক হতে আসা ইজিবাইক এর সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে বান্ধাবাড়ি গ্রামের ঝন্টু কর্মকারের ছেলে মটরসাইকেল চালক নয়ন কর্মকার ( ১৮ ) ঘটনাস্থলে নিহত হয় । এবং অপর দুই আরোহী অনুপ দে (১৮) ও কিশোর কর্মকার (৩৫) গুরুত্বর আহত হয় । আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে আনা হয় । অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক কিশোর কর্মকারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করেন।
Leave a Reply