স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ কোটালীপাড়া শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।রবিবার দুপুরে মৎসজীবী লীগ কোটালীপাড়া শাখার সভাপতি তোতা দাড়িয়ার নেতৃত্বে শতাধিক নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এসময় বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ কোটালীপাড়া শাখার সহ-সভাপতি বিচরন পান্ডে, পুলিন চন্দ্র বাড়ৈ, সাধারন সম্পাদক নিত্য গোপাল মালো, সাংগঠনিক সম্পাদক বাবুল ঘরজা, সাংগঠনিক সম্পাদক সরোজ বিশ্বাস, খলিলুর রহমান দাড়িয়া সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply