স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ আরিফুর রহমান। শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তত্বাবধায়ক প্রকৌশলী শাহ নাইমুল কাদের, প্রকৌশলী মোঃ শাহ আলম, প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন মজুনদার, প্রকৌশলী মো: রায়হান বাদশা, প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুকী, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বলরাম কুমার মন্ডল, হিসাবরক্ষক অফিসার হাসান আলীসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply