স্টাফ রিপোটার,
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গোপালগঞ্জের পাঁচ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৭৮৭টি ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউছুফ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ রুহুল আমীন শেখ, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, আরডিসি দীনেশ সরকার, ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) মিলন সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন সহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তা এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘মুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৭১ হাজার ব্যয়ে ৭৮৭টি সেমি পাকা ঘর নির্মাণ করা হবে। ইতোমধ্যে ৪৬৯টি ঘর নির্মাণাধীন রয়েছে।
Leave a Reply