স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ’৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মোসলেম উদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা মহানগর জোন) প্রদীপ কুমার বসু, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম জোন) মোঃ আলমগীর খাঁন,
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম পিএন্ডডি জোন) আশ্রাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গোপালগঞ্জ জোন) মোঃ আবুল খায়ের, গোপালগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, শেখ পরিবারের সন্তান শেখ অলিদুর রহমান হীরা, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক চন্দ্র শীল, তন্ময় কর্মকার সহ সকল সহকারী উপ-সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ে পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়েরের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান।
Leave a Reply