ডেস্ক রিপোর্ট : গত ১৬ বছরে গুটিকয়েক ব্যবসায়ী সরকারের আনুকূল্যে ব্যাংক লুট, অর্থ পাচার ও শেয়ারবাজার লোপাট করেছেন। দেশের অর্থনীতিকে বিপৎসংকুল করে তুললেও সাধারণ ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি। তারা ব্যবসায়ী সমিতি-চেম্বারগুলোকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছেন। এখন সময় এসেছে ওইসব ব্যবসায়ীর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সংস্কারের। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থে এ কাজটি করবে বলে আশা প্রকাশ করছেন দেশের সাধারণ ব্যবসায়ীরা।
বুধবার রাজধানীর এক হোটেলে ব্যবসায়ী সমাজের ব্যানারে আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন সাধারণ ব্যবসায়ীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, এ কে আজাদ, মীর নাসির হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।
এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আব্দুল হক বলেন, সরকারের মদদে একটি গোষ্ঠী রাতের আঁধারে ব্যাংক দখল করেছে, ব্যাংক লুটপাটের মাধ্যমে অর্থনীতির বারোটা বাজিয়েছে। ওই কোম্পানি একটি ব্যাংক থেকে ৫০ হাজার কোটি টাকা নিয়েছে। এ লুটপাট হলিউড-বলিউডের সিনেমাকেও হার মানিয়েছে। টাকার মান কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে এসব লুটপাতের কারণে। এ ধরনের ব্যাংক লুটেরাদের শ্বেতপত্র জাতির সামনে প্রকাশের দাবি জানাই।
সুইং থ্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম হায়দার বলেন, ১৬ বছর ধরে ব্যবাসয়ী সংগঠনগুলো ব্যবসায়ীদের জন্য কাজ করেনি। এগুলো রাজনৈতিক হাতিয়ার ছিল। সাধারণ সদস্যদের কথা বলা বারণ ছিল, তাদের নাচগানে মশগুল রাখা হয়েছে। কেবল এফবিসিসিআই থেকে নমিনেশন প্রথা বাতিলের মাধ্যমে ব্যবসায়ী সংগঠনগুলোয় গণতন্ত্র ফেরত আনা সম্ভব। এফবিসিসিআই-এর বর্তমান পরিষদের ওপর অনাস্থা জ্ঞাপন করেন তিনি। আবুল কাশেম আরও বলেন, ব্যাংক-শেয়ারবাজার লুটপাট করা হয়েছে। যারা ব্যাংক লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। এসব দুষ্কৃতকারী ব্যাংকগুলোকে লুটপাটের মাধ্যমে এমন দুর্বল করেছে যে সাধারণ ব্যবসায়ীরা ঋণপত্র খুলতে পারত না।
এ কে আজাদ বলেন, পোশাকশিল্পের বিদেশি ক্রেতারা আতঙ্কিত। তারা জানতে চায় অর্ডার যথাসময়ে শিপমেন্ট করতে পারব কিনা। ইতোমধ্যে অনেক ক্রেতা ২০ শতাংশ অর্ডার অন্য দেশে নিয়ে যাচ্ছে। যেহেতু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাই দ্রুত বিশ্ববাসীর উদ্দেশে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে একটি বার্তা দেওয়া উচিত। একই সঙ্গে জরুরি ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি।
Leave a Reply