শাহ আলম মিয়া, কোটালীপাড়া : দীর্ঘদিন শান্ত থাকার পর ফের উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জের কোটালিপাড়ার হিরন ইউনিয়নের বর্ষাপাড়া গ্রাম।
জানা যায়, পূর্বের একটি বিবাদ নিরসনের লক্ষে শুক্রবার সকালে মোকসেদ ফকিরের বাড়িতে আয়োজিত শালিস বৈঠকে, হিরন ইউপি চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে, ইবরাহীম ফকিরের গ্রুপের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সুত্রপাত হয়।
প্রায় দুই ঘন্টা যাবৎ চলা এ সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্রস্বস্রে সংঘবদ্ধ ভাবে লিপ্ত হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ। এ ঘটনায় বিশজন আহত হয়। আহতদের মধ্যে আটজন কোটালিপাড়া ও পাঁচজনকে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বাকিরা নেয় প্রাথমিক চিকিৎসা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে কথা বলার জন্য ৬ নং ওয়ার্ড সদস্য ইবরাহীম ফকিরের মোবাইল ফোনে একাধীকবার যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।
মোকসেদ ফকির সাংবাদিকদের জানান- একটি ঘটনা মিমাংসার জন্য আমার বাড়িতে সকলকে নিয়ে বসছিলাম, শেষ পর্যায়ে এসে উভয় পক্ষের কিছু উচ্ছৃংখল যুবকদের কথা কাটাকাটির জেরে বিবাদ বাধে। একাধীক এলাকাবাসী জানান – আমাদের বর্ষাপাড়ার পরিবেশ দীর্ঘদিন শান্ত ছিলো,আবার গরম হলো, এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
হিরন ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না বলেন – আমি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে, সামাজিক ভাবে মিমাংসার চেষ্টা চলছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) ফয়েজ আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – থানায় কোনো পক্ষের অভিযোগ দায়ের হয়নি, পরিস্থিতি এখন শান্ত।
Leave a Reply