পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে এস,এস,সি ২০২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার সকালে ২৮ টি মাধ্যমিক স্কুল ১০ টি মাদ্রাসা ও ১ টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩২২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ক্রেস তুলে দেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লা আল মাহফুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, উপজেলা সহকারী ভুমি সৈয়দা সালেহা নুর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ সোহাগ রনি, উপজেলা ছাএলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাগর, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদের্যবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবু, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় আব্দুল্লাহ আল কায়সার হাসনাত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সোনারগাঁয়ে শিক্ষার মান আরো বাড়াতে হবে আজ যারা জি পিএ ৫ যারা পেয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের ও দেশের ভবিষ্যৎ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান আরো বাড়াতে হবে এবং মান উন্নয়নের লক্ষ নিয়ে কাজ করে যাব। এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সোনারগাঁয়ে সকল শ্রেণীর লোকদের সাথে নিয়েই কাজ করে একটি স্মার্ট সোনারগাঁ গড়ে তুলব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের শিখোরে নিয়ে যাচ্ছেন এই উন্নয়নের ছোয়ায় দেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে।
Leave a Reply