স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে উপজেলার তিন হাজার দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় জেলা পরিষদ অডিটরিয়ম চত্ত্বরে প্রতীক সিরামিক এর সৌজন্যে এ খাদ্য সামগ্রী বিতরণ আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।
এ সময় অন্যদের মধ্যে- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী লুৎফর রহমান শেখ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হাজরা, আওয়ামীলীগ নেতা কবিরুল ইসলাম রুনি, আমতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজুর রহমান, কুশলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল হোসেন শেখ সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply