কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বড় চাচাকে পিটিয়ে জখম করেছে ভাতিজা জাকির।
রবিবার সকালে উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে এঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও আহত সুত্রে জানা গেছে, ছোট ডালিমা গ্রামের ফারুক মুন্সী(৭৫)র সাথে তার সহোদর সামছুল হক মুন্সী (৭০) জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন সকালে ফারুক মুন্সীর নিজ বসতঘর থেকে বের হলে সামছুল হক মুন্সীর বড় ছেলে জাকির (৪২),জসিম (৩০) ও মামাতো ভাই হাসান(২৩)সহ ৭/৮ জন সন্ত্রাসী ওৎপেতে থেকে চাচা ফারুক মুন্সীকে পিটিয়ে আহত করে। ডাকচিৎকারে স্থানীয়রা আহত ফারুক মুন্সীকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত ফারুক মুন্সি আটজনকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।
এঘটনায় বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) শোনিত কুমার গাইন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply