স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক কেজি গাঁজাসহ বাপ্পি মজুমদার (২১) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পাশবর্তী রাজৈর উপজেলার পশ্চিম লখন্ডা গ্রামের দেবেন্দ্রনাথ মজুমদারের ছেলে।
শনিবার সন্ধায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা বাজার থেকে গ্রেফতার করা হয় তাকে।
জানা যায়, কোটালীপাড়া থানার এস আই কামরুল ইসলাম, এ এস আই হাসমত উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে তাকে।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা রুজু করে আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply