বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিস গ্রামে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় ডাঃ হাসিনা চৌধুরী হাফেজি মাদ্রাসা ও এতিমখানা। এখানে উপজেলার বিভিন্ন এলাকার এতিম শিশুদের সমাজের মূল স্রোতে টানতে বিশেষভাবে কাজ করে যাচ্ছে ডাঃ হাসিনা চৌধুরী হাফেজি মাদ্রাসা ও এতিমখানা নামের এই প্রতিষ্ঠানটি।
বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ সাদিশ গ্রামে এই এতিমখানায় সুবিধাবঞ্চিত ২৫/৩০ জন এতিম রয়েছে। এতিম শিশুদের পড়ালেখা ও থাকার জন্য প্রায় ৪/৫ লক্ষ টাকা ব্যয়ে ২টি টিনের ঘর নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, গত ২৫ মে প্রলয়ংকারী ঘুর্ণিঝড় রেমালে আঘাতে এ এতিমখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে আর্থিক সহায়তা না পেলে প্রতিষ্ঠানটি চালানো অনেক কঠিন হবে। এখানে পিতৃ-মাতৃহী এতিম শিশুদের শিক্ষ্যা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনর্বাসনের জন্য বর্তমানে ২৫/৩০ জন এতিম কে এখানে প্রতিপালন করছে কর্তৃপক্ষ।তাদের পড়ালেখা ও দেখাশুনান থাকা খাওয়ার সহ সার্বিক তত্ত্বাবধানের জন্য সার্বক্ষণিক দুইজন অভিজ্ঞ শিক্ষক এবং একজন রান্না করার বাবুর্চি নিয়োগ রয়েছেন।
এতিমখানার শিক্ষকরা জানান, এতিম শিশুদের পারিবারিক পরিবেশে, স্নেহ ও আদর-যত্নের সঙ্গে তাদের পড়াশোনা করানো হয়। মাদ্রাসা টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামের সাথে পরিচালনা করে আসছি কিন্তু আর্থিক সংকটের কারণে মাদ্রাসা টি ভালো ভাবে পরিচালনা করতে পারছিনা সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে হয়তো আরো সুন্দরভাবে মাদ্রাসাটি পরিচালনা করা যেত।
এমন আর্থিক সংকটের মধ্যেও গত ২৫ মে ঘুর্ণিঝড় রেমালে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরের চালার টিন ঘুর্ণিঝড়ে উরিয়ে নিয়ে গেছে এবং বাচ্চাদের থাকা ও পড়ার জায়গা,আসবাবপত্র বন্যার পানিতে তলিয়ে গিয়ে সবকিছু নষ্ট হয়ে গেছে। জরুরী ভিত্তিতে মাদ্রাসার ঘর দুইটি মেরামত করা দরকার। তা না হলে বাচ্চাদের থাকা ও পাঠদান করতে খুবই কষ্ট হয়।
ডাঃ হাসিনা চৌধুরী হাফেজি মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা আব্দুর রহমান জানান ঘুর্ণিঝড় রেমালে মাদ্রাসার অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে মাদ্রাসায় থাকা এতিম শিশুদের থাকার জায়গা দিতে ও পড়াতে খুবই কষ্ট হচ্ছে। নদী ভাঙনী এই এলাকায় এতিমখানা টি করার উদ্দেশ্য সমাজের একেবারে সুবিধাবঞ্চিত দুস্থ অসহায় এতিম শিশুদের নিয়ে কাজ করা। তাই এতিমখানাটি পরিচালনার জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা ও স্থানীয় বিত্তবানদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের মাধ্যমে এই এতিম অসহায় দুস্থ শিশুদের জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা কামনা করছি।
Leave a Reply