কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপর গতিশীলতা বাড়ানোর লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আবদুল জলিল ঝন্টু ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. রহমতউল্লাহ প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ক্ষুদ্রঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
Leave a Reply