কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় দুঃস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসম ফিরোজ।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সভাপতি পৌরসভা ইব্রাহিম ফারুক প্রমুখ।
সংসদ সদস্য আসম ফিরোজ তার ঐচ্ছিক তহবিল থেকে মোট ৫২ জন দুঃস্থ মানুষের মাঝে ২ লাখ ১১ হাজার টাকার চেক বিতরণ করেন।
Leave a Reply