রাষ্ট্রিয় শোক দিবস পালন না করায় হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপারের কাছে জবাব চেয়ে নোটিশ
Update Time :
মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
২১১
জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার মোঃ হাবিবুর রহমানের অনিয়ম ও দুর্নীতির শেষ নেই। নিজের খেয়াল খুশিমতো মাদ্রাসা পরিচালনা অর্থ আত্মসাৎসহ নানা সমস্যায় অনিয়মে ভরপুর ওই মাদ্রাসার সুপার মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাঘববোয়ালদের ছত্রছায়ায় থেকে ওই সুপার বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দিলেও অজানা কারণে তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন শাস্তিযোগ্য পদক্ষেপ। ফলে নতুন করে আলোচনায় আসলেন তিনি।
জানা গেছে, বাংলাদেশ সরকার ঘোষিত ইরানের প্রেসিডেন্টের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়ায় সরকার রাষ্ট্রিয় শোক দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহন করে। তারি ধারাবাহিকতায় গত ২৩ মে সারাদেশে একজোটে সকল প্রতিষ্ঠানে শোক দিবস পালিত হয়।
অন্যদিকে সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধংগুল দেখিয়ে ওই মাদ্রাসার সুপার গত ২৩ মে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসা বন্ধ রেখে রাষ্ট্রিয় শোক দিবস পালন করা থেকে বিরত থাকেন। ফলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসেন। যে কারনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপারকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ মে রাষ্ট্রিয় শোক দিবস পালন না করে মাদ্রাসা বন্ধ করার কারণের জবাব চাওয়া হয়েছে। যাতে আগামী ২৮ মে জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
এবিষয়ে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে জবাব পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
Leave a Reply