ফারহানা আক্তার, জয়পুরহাট : অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায়, শিল্পকলার অডিটোরিয়ামে শনিবার (২৫ মে) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।
তবে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা শিল্পকলা একাডেমীর কালচারার অফিসার মাহাতাব হোসেন সহ সাংস্কৃতিক ব্যক্তিরা।
এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীর উপরে নানারকম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও শিশু শিল্পীদের পুরস্কৃত করা হয়।
Leave a Reply