স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তার এর সাথে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা বৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধী জনের মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১ টায় হল রুম লাল শাপলায় এ মত বিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এ সময় বক্তব্য রাখেন- বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, অফিসার ইনচার্জ ফিরোজ আলম, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান দেব দুলাল পল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী লুৎফর রহমান শেখ, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, ইউপি চেয়ারম্যান- ভীম চন্দ্র বাগচী, এ্যাড বিজন বিশ্বাস, তুষার মধু, সমর চাদ মৃধা খোকন, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রাণি সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান মুকুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বিনলেন্দু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, বীর মুক্তিযোদ্ধা- আতিয়ার রহমান মোল্লা, তৈয়াবুর রহমান সরদার, আবুল কালাম দাড়িয়া, সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী, ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম, সিএ রোমান শিকদার, সোবাহান সিকদার সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ওয়ার্ড় কাউন্সিলর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
Leave a Reply