মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে পিকআপ চাপায় বাইসাইকেল আরোহী জাহির উদ্দিন (৫০) নামে এক বস্তা ব্যবসায়ী মৃত্যু হয়েছে। তিনি টাটকপুর (নয়াপাড়া) গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।
নিহত জাহির উদ্দিনের স্বজনেরা জানান, জাহির উদ্দিন প্রতিদিনের ন্যায় বস্তার দোকান বন্ধ করে সোমবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। শহরের কলাবাগান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ফুলবাড়ি থেকে আসা দ্রুত গামী পিকআপ তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাহাজুল ইসলাম তাকে মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সড়ক পরিবহন আইনে মামলা রুজুর পর স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply