ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার দুই চরম প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী একই বেঞ্চে বসে হাস্যেজ্জল কুশল বিনিময় ও চা পান করে কিছুটা সময় কাটালেন একান্ত আলাপ চারিতায়। আজ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চায়ের দোকানে এই ঘটানা অবাক বিস্ময়ে উপভোগ করেন উপস্থিত শতশত এলাকাবাসী।
দুই প্রতিদ্বন্দী প্রার্থী হলেন, দুই প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মটর সাইকেল মার্কার প্রার্থী হাসানুজ্জামান মিঠু ও ঘোড়া মার্কার প্রার্থী আনোয়ার হোসেন। প্রখর রোধ আর তাপদাহের মধ্যে যে যার মতো নির্বাচনী প্রচার-প্রচারনার এক পর্যায়ে আসেন জেলা প্রশাসনে ও নির্বাচন কার্যালয়ে। এরই এক পর্যায়ে চা পানের জন্য কিছুটা আগে-পরে ওই দুই প্রার্থী চায়ের দোকানে। এরপর হাস্যোজ্জল কুশল বিনিময় শেষে একই বেঞ্চে একই সাথে চা পান করতে করতে আন্তরিক আলাপ চারিতায় হাসি-খুশি কিছুটা সময় কাটান তারা। এমন বিরল দৃশ্য উপভোপ করেন বিভিন্ন এলাকা থেকে আসা শতশত মানুষ।
এ ব্যাপারে ওই দুই আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থীরা জানান, কারো সাথে বিবাদে না জড়াতে তারা কর্মী-সমর্থকদের অনুরোধ করেছেন, আগামী ২১ মে, নির্বাচন শেষে তারা আবারো এক সাথে মিলেমিশে থাকতে চান। তবে এ ব্যাপারে তারা ক্যামেরার সামমনে কোন কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
এই দুই নেতার রাজনেতিক শিষ্টাচারর এমন দৃষ্টান্ত অনুস্মরন করা হলে শুধু নির্বাচন কালীন সময়েই নয়, সামজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন উপস্থিত সর্বসাধারন।
Leave a Reply