বরিশাল জেলার শ্রেষ্ঠ নির্বাচিত প্রতিষ্ঠান বিহারীপুর ফাজিল মাদ্রাসা
Update Time :
শনিবার, ১১ মে, ২০২৪
৩৫০
জন পঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যধন্য বিহারীপুর হোসাইনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।
২০২৩ সালে প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিলো। মাননীয় জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের যৌথ মূল্যায়নে এটি শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে।
প্রতিষ্ঠানটির ফলাফল, মানসম্মত পাঠদান, শিক্ষাবান্ধব পরিবেশে রেখে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে ছাত্রদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ব্যপক সুনাম অর্জন করেছে।
শ্রেষ্ঠত্বের পেছনে যাদের মূখ্য অবদান, সেই শিক্ষক, অভিভাবক, গভার্ণিংবডি এবং সংশ্লিষ্ট সকলকে অধ্যক্ষ মহোদয় ধন্যবাদ ঞ্জাপণ করেছেন।বিজ্ঞ বিচারক মান্যবর জেলা প্রশাসক মহোদয় এবং জেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাক্ষাৎকারে অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জাম হোসাইন আনছারি বলেন, উপজেলোর তিনটি ইউনিয়নের সীমানায় মাদ্রাসাটি অবস্থিত হওয়ার কারণে যোগাযোগ ব্যাবস্থা একেবারেই অনুন্নত তথা সব দিক থেকেই কাঁচা রাস্তা। বর্ষা মৌসূমে পানি- কাদা পেরিয়েই শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে আসতে হয়। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বার্থক রূপকথার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১, এসডিজি-৪ বাস্তবায়নের অংশ হিসেবে জেলার এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানটির ভৌত-অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা সময় ও বাস্তবতার নিরংকুশ দাবী।
এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, এম.পি মহোদয় এবং সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply