স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুর পৌর কেওয়া গ্রাম এলাকায় জমি সংক্রান্ত মোকদ্দমায় হেরে যাওয়ার আশংকায় ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন কে কুপিয়ে মারাত্মক আহত করেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে কেওয়া গ্রামে।
এ হামলার ঘটনায় আহতরা হলো আতিকুল ইসলাম (৪০), মো:মজনু (৩৫) ও জসিম (৩০), রহমত আলী সরকার (৮৫)। আতিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিবাদী ১।আল আমিন (২৮) পিতা তুহাব আলী, ২।মাহাম্মদ (৫৫) পিতা মৃত হাকিম হাজী, ৩।মো:রুবেল মিয়া (৩০) পিতা মৃত মাহাম্মাদ, ৪।ইব্রাহিম(৫০)পিতা মৃত হাকিম হাজী,৫ মো: তুহাব আলী (৪৮) পিতা মৃত হাকিম হাজী, ৬। নাসিমা (৪০) স্বামী তুহাব আলীসহ ৪০/৫০ অজ্ঞাতনামা সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বাদীর বাড়িতে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করে এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দা,ছুরি,লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মাথায় ও হাত পায়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে জখম করে আহত করে এবং অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী নিয়ে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে।
আহতদেরকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহত আতিকুল ইসলাম জানান, অভিযুক্ত বিবাদীরা যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে আমার বাড়িতে বেআইনিভাবে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করিয়া আমাদের উপর হামলা চালায় এবং আমাদেরকে এলোপাতাড়ি ভাবে দা,ছুরি,লোহার রড,লাঠিসোঁটা দিয়ে মাথায়, হাতপায়ে,শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।বিবাদীরা আমাকে লোহার রড দিয়া মাথায় ও শরীরে এলোপাতাড়ি ভাবে মারতে থাকলে আমার ভাই মজনু আমাকে ফেরানোর চেষ্টা করলে বিবাদীরা আমার ভাই মজনুকে দা দিয়া মাথায় আঘাত করে এবং হাতের কব্জির উপরে দা দিয়া কোপ দিয়ে রগ কেটে ফেলে এতে আমি আমার ভাই মজনু ও আমার ভাগিনা জসিম এবং আমার পিতা রহমত সরকারকে মারাত্মক ভাবে আঘাত করে,আমার ভাই মজনু হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।আমার জমিতে থাকা সাইনবোর্ড,বিভিন্ন গাছপালা কর্তন করে।বাড়ির সদস্যকে হত্যার উদ্দেশ্যে প্রবেশ করে মারধরসহ হামলা চালায়।ঘরের ভিতর বেআইনি ভাবে প্রবেশ করে জিনিস পত্র ভাংচুর সহ ব্যবসায়ীক পুঁজি ১লক্ষ ২০ হাজার টাকা নিয়া যায়।আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী ভূমি দস্যুরা পালিয়ে যায়।আতিকুল ইসলাম আরো বলেন,অভিযুক্ত বিবাদীরা যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে।
এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।
প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন, সঠিক তদন্ত সাপেক্ষে বিচার এবং শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবার।
Leave a Reply