স্টাফ রিপোটার,
“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান ” এই স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ায় নির্মনাধীন জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারী কর্মকর্তা- কর্মচারী ফোরামের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, অধ্যাক্ষ এম এ বারী, প্রকৌশলী দেবাশিষ বাগচী, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার,বাপার্ডের সহকারী পরিচালক নাইমুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, উপজেলা সেটেলমেন্ট অফিসার আবুল বাশার প্রমুখ । এসময় কোটালীপাড়া উপজেলার সমস্ত দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন বক্তারা অবিলম্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান ।
Leave a Reply