অরুণ রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে সুমন খন্দকার নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
গ্রেফতারকৃত ভুয়া পুলিশ সুমন খন্দকার (২১) এ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পাড়ার সেকেন খন্দকারের ছেলে।
প্রেস ব্রিফিং এ ওসি জানান, দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়ক এলাকায় পুলিশ পরিচয় তারা কয়েকটি গাড়ি তল্লাশি করে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুয়া পুলিশের পরিচয় দানকারী কয়েকজন পালিয়ে যায়। এ সময় সুমন খন্দকার নামে এই প্রতারক বা ভুয়া পুলিশকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
ভুয়া পুলিশ সুমন খন্দকারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে সত্যতা স্বীকার করেন।
এ সময় ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবারে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামিদের ধরার তৎপড়তা চলছে।
Leave a Reply