স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মাহামুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের মিজানুর রহমান ওরফে মামুন(৫০) এর নামে দেওয়ালে দেওয়ালে অপপ্রচার লিখে রেখেছে একটি কুচক্র মহল।
গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান ওরফে মামুন (৫০) বলেন, আমি ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে অফিস সহকারি পদে চাকুরী করি। আমার বাড়ির ওয়াইফাই সংযোগ আনার উদ্দেশ্যে স্থানীয় ওয়াইফাই ব্যবসায়ী বাবুলের নিকট ওয়াইফাই সংযোগ চাহিলে সে আমাকে দীর্ঘ এক বছর পর্যন্ত ঘুরাইয়ে সংযোগ দেয় না। তখন আমি রামদিয়া বাজারের ওয়াইফাই ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করলে সে আমাকে ওয়াইফাই লাইন সংযোগ দিয়ে দেয়। এরপর বাবুল ও রাজ পাটের নিজাম শেখ আক্রোশমূলক গত ২৮/২/২০২৪ইং তারিখে আমার ওয়াইফাই লাইন কেটে টুকরো টুকরো করে ফেলে এতে আমার প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি হয় এবং সে আমার নামে মিথ্যা অপপ্রচার দেওয়ালে দেওয়ালে লিখে রাখে।
এ বিষয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান ভুক্তভোগী।
কাশিয়ানী থানার এস আই রাজিব সরকার অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে।
Leave a Reply