অরুন রাহা, রাজবাড়ী : পাংশা থানা পুলিশ কর্তৃক অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭৫ পিচ ট্যাপেন্টাডল উদ্ধারসহ ০৪ জন মাদক ব্যবসায়ী, ০১ জন সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী, ০২ জন নিয়মিত মামলা আসামীসহ সর্বমোট ০৭ জন আসামীকে সোমবার (১৮ মার্চ) গ্রেফতার করেছে।
আটককৃতরা হলো, মোঃ বাচ্চু প্রামানিক (৩২), পিতা-মোঃ সাত্তার প্রামানিক, গ্রাম- পাংশা চাঁদপুর, থানা- পাংশা, জেলা -রাজবাড়ী এর নিকট হইতে ৫৫ (পঞ্চান্ন) পিচ টাপেন্টাডল ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ১৬,৫০০/-(ষোল হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন, অকিল কুমার হালদার (৪৯), পিতা-মৃত নরউত্তম কুমার হালদার, গ্রাম- পার নারায়নপুর, মোঃ রাকিবুল ইসলাম সুমন (৩৮), পিতা-মোঃ তোফাজ্জেল হোসেন, গ্রাম-মাগুরাডাঙ্গী, উভয় থানা- পাংশা, জেলা –রাজবাড়ী এর নিকট হইতে ২০ (বিশ) টি টাপেন্টাডল ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৪,০০০/- (চার হাজার) টাকা ও মাদক সেবনের উপকরণ উদ্ধার পূর্বক গ্রেফতার করেন। ৪। মোঃ রাকিব খাঁ (২০), পিতা-রিপন খাঁ , গ্রাম- জয় কৃষ্ণপুর, থানা- পাংশা, জেলা –রাজবাড়ী এর নিকট হইতে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন এবং উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়। ১নং আসামী মোঃ বাচ্চু প্রামানিক এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে। ৩নং আসামী মোঃ রাকিবুল ইসলাম সুমন এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে। এএসআই/ রিপন খান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাজা পরোয়ানাভুক্ত আসামী ৫। মোঃ আবু সাঈদ বিশ্বাস, পিতা-মোঃ ইসহাক আলী, গ্রাম- নাদুরিয়া, থানা- পাংশা, জেলা- রাজবাড়ীকে গ্রেফতার করেন। এসআই/ তারিকুল ইসলাম, এসআই/ আকরাম হোসেন, এসআই/ মোহাম্মদ মোজাম্মেল হক(১) নিয়মিত মামলার আসামী ৬। মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা-মোঃ আজিবর প্রামানিক, গ্রাম- ঢেকিপাড়া, ৭। মোঃ মহসিন মোল্লা(৪৫), পিতা-মৃত হারুন মোল্লা, গ্রাম- ফলিমারা, উভয় থানা- পাংশা, জেলা -রাজবাড়ী। গ্রেফতার করেন।
পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আসামীদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply