কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ডিজিটাল ভূমি সেবা (মিউটেশন, খাজনা প্রদান, জরিপ ও খাসজমি বন্দোবস্ত প্রক্রিয়া) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: শামসুল আলম মিয়া। স্পিড ট্রাস্ট উজ্জীবক সাইফুল ইসলাম সঞ্চলনায় সেমিনারে ধারনাপত্র পাঠ করেন, আফরোজা মীম।
ধারনাপত্রের উপর আলোচনা করেন বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নার্গিস জাহান। জাহানারা বেগম, এনজিও সমন্বয় কারী আবদুল খালেক, কৃষি সম্প্রসারন অফিসার মো: আনছার উদ্দিন মোল্লা. পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম প্রমুখ
অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্পিড ট্রাস্ট প্রোগ্রাম অফিসার রিনা ঘোষ সাংবাদিক আরেফিন সহিদ। চর কমিউনিটি প্রতিনিধি মো: নিজাম, আফরোজা বেগম, পারভীন বেগম প্রমুখ।
উল্লেখ্য, স্পিড ট্রাস্ট ১৯৯৯ সাল থেকে ভূমি বিষয়ে সচেতনতামূলক করে আসছে। তারই ধারাবাহিকতায় এএলআরডি বাংলাদেশ ক্ষুদ্র, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ ভূমিহীনদের ভূমিস্বত্ব এবং সরকারি সেবা প্রাপ্তি বিষয়ক কর্মসূচীর মাধ্যমে চরাঞ্চলে ভূমিস্বত্ব ইস্যুতে সচেতনতামূলক কাজ করেছে।
Leave a Reply