অরুণ রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলাতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে মাটিবাহী ট্রাক চাপায় ১ শিশুর মৃত্যু হয়েছে। ১৭ মার্চ (রবিবার) বিকালে ৭ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আফিয়া ( ১০) ৭নং ফেরিঘাট এলাকার ছাত্তর মেম্বার গ্রামের আজ্জাল বেপারীর মেয়ে।
শোনা যায়,শিশু আফিয়া বাড়ির পাশে খেলাধুলা করছিল এ সময় দ্রুতগামী ড্রাম ট্রাক শিশুটিকে চাপা দেয় ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়।
দৌলতদিয়া ফেরীঘাটের অদুরে পদ্মার বালু বিক্রি করে আসছিল বেশ কিছু প্রভাবশালী মহল। তাছাড়া ফেরিঘাটের আশপাশ এলাকায় অনেক বালুর চাতাল রয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত বেপরোয়া ড্রাম ট্রাকে বিক্রয় করা হয় ঐসব বালু। এতে করে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম জানান, বেপরোয়া ড্রাম ট্রাক অবুঝ শিশুর প্রাণ কেড়ে নিল। খালি হল এক মায়ের বুক। এভাবে আর কতদিন চলবে। ড্রাম ট্রাকে বিরুদ্ধে যথাযজ্ঞ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।
ড্রাম ট্রাকে শিশু নিহত হওয়ার পর স্থানীয়রা ড্রাম ট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এরপর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply